আক্কেলপুর উপজেলা - JOYPURHAT EXPRESS - joypurhatbd.com

আক্কেলপুর উপজেলা

আক্কেলপুর উপজেলার পটভূমি

আক্কেলপুর জয়পুরহাট জেলার একটি প্রাচীন ও প্রসিদ্ধ উপজেলা। জনশ্রুতিতে যতদূর শোনা যায় এ এলাকায় আক্কেল কাজী নামক একজন সম্পদশালী ব্যক্তি বাস করতেন। তার নাম অনুসারে এ স্থানের নাম হয়েছে আক্কেলপুর। অন্যদিকে কথিত আছে যে, সাবেক “ইকুরকুরি”মৌজায় সপ্তদশ শতাব্দীতে হজরত শাহ মখদুম(রা:)নামক একজন ধর্মীয় সাধক সুদূর পারস্য থেকে ধর্ম প্রচারের জন্য আসেন। তিনি অনুভব করেন যে এখানকার লোকজন অত্যন্ত বুদ্ধিমান যার ইংরেজি শব্দ Intelligentএবং পারসিয়ান পরিভাষায় আক্কেলমান্দ নামে  খ্যাত। সুতরাং স্থানীয় পত্র পত্রিকা ও শ্রুতি হতে জানা যায় যে পারস্য শব্দ আক্কেলমান্দ হতেই আক্কেলপুর নামকরণ করা হয়েছে। আক্কেলপুর জয়পুরহাট   জেলার সবচেয়ে ছোট উপজেলা। বিগত স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালের সাবেক বগুড়া জেলার আদমদীঘি থানার কিছু অংশ নিয়ে প্রথমে আক্কেলপুর থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে প্রশাসনিক বিকেন্দ্রিকরণের  আওতায় উপজেলায় উন্নীত হয়।

হোটেল ও আবাসন

আক্কেলপুর উপজেলাজেলা পরিষদ ডাক বাংলো-০১টিপ্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, জয়পুরহাট এর মাধ্যমে পরিচালিত (সরকারী)এসি কক্ষ নেই। নন-এসি সিঙ্গেল বেড বিশিষ্ট ১টি, ডবল বেড বিশিষ্ট ২টি । মোট বেড ৫টি । ট্রিপল বেড বিশিষ্ট নেই। ভাড়ার হার- সিঙ্গেল-২০/-, ডবল- ৫০/-।ঢাকা-আক্কেলপুর দুরত্ব-২৮০ কিঃমিঃ। সড়ক পথে ট্রেন যোগে ঢাকা-দিনাজপুর আমত নগর এবং বাস যোগে যাতায়াত করা যায় ।
হোটেল আজকের ঠিকানাবে-সরকারী মালিকানায় পরিচালিতকক্ষ ১৩টি , সীট- ১৫টি । ভাড়ার হার সিঙ্গেল- ১৫০/- টাকা, ডবল- ২০০/- টাকা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন