বুটেক্স এ MBA কেন করবেন? - JOYPURHAT EXPRESS - joypurhatbd.com

সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

বুটেক্স এ MBA কেন করবেন?

MBA মূলত মাল্টিডিসিপ্লিনারি একটি কোর্স। ব্যবসা বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই পড়ানো হয় এতে। অনেক চাকরিতেই এখন এমবিএ ডিগ্রি অপরিহার্য হয়ে উঠছে। পদোন্নতির ক্ষেত্রেও ডিগ্রিটি এখন হয়ে উঠছে অন্যতম বিবেচ্য। এম বি এ প্রোগ্রামের মাধ্যমে নিঃসন্দেহে আপনার যোগাযোগ স্থাপনের দক্ষতা, পর্যবেক্ষণ দক্ষতা বাড়াবে এমনকি নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী হতেও সাহায্য করবে।
আমরা যারা Textile Sector এ জব করি, তারা প্রত্যেকেই মনের অন্তরালে নিজেই কিছু একটা করার চেষ্টা করি, সেই লক্ষ পুরণে Textile এ MBA  নিঃসন্দেহে আপনাকে আরও একধাপ এগিয়ে নিবে।

কি পড়ানো হয় টেক্সটাইল MBA তে?

জেনারেল MBA তে যা পড়ানো হয় সেগুলির সাথে অতিরিক্ত কিছু সাবজেক্ট যেমন : Fiber, Yarn, Fabric যা Bsc এর সেই পড়ে আসা সাবজেক্ট গুলোকে ঝালাই করে।

লিখিত পরীক্ষায় যা আসে :

Textile Knowledge : 50 Marks

Basic textile knowledge এর উপর Question হয়। সহায়ক হিসেবে
Prof.M.A Sayeed Sir এর General Knowledge in Textiles & Garments বইটা Review করা যেতে পারে।

English Language : 20 Marks

Voice, Narration,  Right form of the verb, English to Bengali, Bengali to English,  Preposition এগুলো Review করলে ভাল ফল পওয়া যাবে।

General Math & Aptitude : 30 Marks.

Math এর ক্ষেত্রে কোন ধরাবাধা syllabus নাই। তবে preparation সরুপ University Admission এর সময়কার কিছু Math, DU এর EMBA এডমিশন প্রিপারেশন গাইড থেকে (যে কোন লেখক এর) Math Part  follow করলেই চলবে।

বি.দ্র: Job করে MBA  করাটা খুব একটা সুখকর হবে না। তবে এটাও সত্য যে,
" শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি "

Md. Soharab Hossain
Butex MBA- 5tExpress



Joypurhat Express| joypurhatbd.com | Joypurhat District

1 টি মন্তব্য: