ধূমপান আইন ২০০৫ ও সংশোধনী ২০১৩ সম্পর্কে আমরা কি ভুলে গেছি? নাকি আর মানি না ? - JOYPURHAT EXPRESS - joypurhatbd.com

শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

ধূমপান আইন ২০০৫ ও সংশোধনী ২০১৩ সম্পর্কে আমরা কি ভুলে গেছি? নাকি আর মানি না ?

ধূমপান আইন ২০০৫ ও সংশোধনী ২০১৩ সম্পর্কে আমরা কি ভুলে গেছি? নাকি আর মানি না ?

ধুমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) নিয়ন্ত্রণ আইন, ২০০৫ ( সংশোধিত ২০১৩ ) ৪(১)-পাবলিক পরিবহন বা পাবলিক প্লেসে ধুমপান করলে ধূমপায়ীকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ধূমপান করতে দিলে প্রতিষ্ঠানকে/ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যাক্তিকে ৫০০ টাকা জরিমানা। ৫ (১)- তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার/প্রদর্শন করলে ১০০০ টাকা জরিমান বা ৩ মাসের জেল ৬ক-(1) ১৮ এর নিচে বয়স্ক কারো কাছে তামাকজাত দ্রব্য বিক্রয়্করলে -৫০০০/- জরিমানা ৮(১)-পাবলিক পরিবহন/প্লেসে ধুমপানবিরোধী সতর্কতামূলক নোটিশ প্রদর্শন না করলে ১০০০/- জরিমানা ১০ (১)ও(২)– প্যাকেটের গায়ে ৫০% জায়গা জুড়ে স্বাস্থ্য সম্পর্কিত সতর্ক বাণী মুদ্রণ না থাকলে ২,০০,০০০/- জরিমানা বা ৬ মাস জেল।

Joypurhat Express| joypurhatbd.com | Joypurhat District

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন